Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

নামাজ পড়ার শর্তে অপরাধীকে মুক্তি দিলেন আদালত

  মৌলভীবাজারে নামাজ পড়া ও মাদক থেকে বিরত থাকাসহ নানা শর্তে নুর মিয়া নামে এক দণ্ডপ্রাপ্ত আসামিকে সংশোধনের জন্য মুক্তি দিয়ে...


 মৌলভীবাজারে নামাজ পড়া মাদক থেকে বিরত থাকাসহ নানা শর্তে নুর মিয়া নামে এক দণ্ডপ্রাপ্ত আসামিকে সংশোধনের জন্য মুক্তি দিয়েছেন আদালত। তবে শর্তের কোনোটি ভঙ্গ হলে তাকে আদালতের দেওয়া বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে

মঙ্গলবার ( আগস্ট) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মুহম্মদ আলী আহসান এই রায় দেন

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের আগস্ট শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগরে মারামারির ঘটনাকে কেন্দ্র করে মাহমুদ মিয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে নুর মিয়াসহ চারজনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে নুর মিয়ার বিরুদ্ধে দণ্ডবিধি ৩২৫ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় আজ মঙ্গলবার তাকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। যা আজ থেকে শুরু হবে

পরে অভিযুক্ত নুর মিয়ার দুজন নাবালক সন্তান রয়েছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তাকে কারাগারে না পাঠিয়ে সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন আদালত।প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্সের ১৯৬০অধীনে নামাজ পড়া, ১০০টি গাছ রোপণ, নতুন করে কোনো অপরাধে জড়িত না হওয়া, মাদক সেবন থেকে বিরত থাকা, শান্তি রক্ষা সদাচরণ করা, আদালতের নির্দেশমতো হাজির হওয়াসহ নানা শর্তে মুক্তি দেন আদালত

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি সাবেক পি.পি এস এম আজাদুর রহমান বলেন, আদালতের এমন ব্যতিক্রমী রায় ইতিবাচক উল্লেখ করেছেন উপস্থিত আইনজীবী বিচারকরা। তার প্র্যাকটিস জীবনে ধরনের ব্যতিক্রমী রায় দেখেন নাই যা অপরাধী সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বদরুল হোসেন ইকবাল বলেন, সমাজে অপরাধ হ্রাসকল্পে ধরনের রায় প্রযোজ্য ক্ষেত্রে দেওয়া উচিত