Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

সরাইলে এক গৃহবধূর লাশ উদ্ধার

  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঝর্ণা আক্তার (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া (পূর্ব...

 ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঝর্ণা আক্তার (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া (পূর্বপাড়া) গ্রামের বাবার বাড়ি থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায়  তার লাশ উদ্ধার  করে পুলিশ। মৃত ঝর্ণা বেগম গলানিয়া গ্রামের আছন আলীর মেয়ে ও একই গ্রামের হৃদয়  হোসেন (২৫) এর স্ত্রী।

এলাকাবাসী, পুলিশ ও ঝর্ণা বেগমের স্বজনরা জানান, প্রায় ৬ মাস আগে প্রেম করে ঝর্ণাকে বিয়ে করেন হৃদয়  হোসেন। প্রেমের এই বিয়ে মেনে নেয়নি হৃদয়ের  পিতা জামির হোসেন। তাই বাধ্য হয়ে বেকার স্বামীকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করতো ঝর্ণা বেগম।  গত ১৫ দিন আগে ঝর্ণা বেগম প্রতিবেশী রোজিনা বেগমের কাছ থেকে স্বামীর জন্য ৫শত টাকা হাওলাত নেয়। ১ সপ্তাহের মধ্যে পাওনা টাকা ফেরত দেয়ার কথা থাকলেও হৃদয় হোসেন এই টাকা ফেরত দেয়নি।
এ নিয়ে গত শুক্রবার রাতে স্বামীর সাথে ঝগড়া হয় ঝর্ণার। শনিবার সকালে হৃদয় ঘুম থেকে উঠে দেখেন স্ত্রী ঝর্ণা ওড়না  দিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলছে। তার চিৎকারে শ্বশুর বাড়ির লোকজন জড়ো হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঝর্ণার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শিহাবুর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তবে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর  মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।