ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ছলিম উদ্দিন মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘ দিন যাবৎ অসুস্থতায় ভুগ...
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ছলিম উদ্দিন মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘ দিন যাবৎ অসুস্থতায় ভুগছিলেন।
আজ দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
শুক্রবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার (১৬ জুলাই) সকাল ৯ টায় কালিকচ্ছ বাজার শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের জনপ্রিয় নেতা মোঃ ছলিম উদ্দিনের মৃত্যুতে সরাইলের স্বর্বস্তরের জনগণ গভীর শোক প্রকাশ করেন।