Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

সাংবাদিক ও জনতার মুখোমুখি আহসান উদ্দিন খান শিপন

  মোহাম্মদ মাসুদ , সরাইল :  ব্রাহ্মণবাড়িয়া - ২ (সরাইলে - আশুগঞ্জ)  নির্বাচনী এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী টীম লিডার, ব্রাহ্মণবাড়িয়া জে...

 

মোহাম্মদ মাসুদ, সরাইল :  ব্রাহ্মণবাড়িয়া - ২ (সরাইলে - আশুগঞ্জ)  নির্বাচনী এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী টীম লিডার, ব্রাহ্মণবাড়িয়া জেলা নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম- ২০২৫ সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ও অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের সভাপতি মোহাম্মদ আহসান উদ্দিন খান শিপন এর আমন্ত্রণে জনগণের ভাবনা ও প্রত্যাশার আলোকে সাংবাদিক ও জনতার মুখোমুখি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর)  বিকাল সাড়ে ৫টায় সরাইল সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সরাইল ও জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক ও জনতা।
তিনি  সরাইল - আশুগঞ্জ আসনের দায়িত্ব পেলে নানাভাবে যত আছে  তা দুর করার লক্ষে কাজ করবেন বলে  জানান।