সরাইল। সরাইল উপজেলার কালিকচ্ছ বাজার সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদের ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন। আজ (২০ মার্চ) সোমবার সকাল ৮টা থেকে ব...
সরাইল। সরাইল উপজেলার কালিকচ্ছ বাজার সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদের ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন। আজ (২০ মার্চ) সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচন চলে।
এতে মোট ৩শত ৪১ জন ভোটারদের মধ্যে ৩শত ভোটার উপস্থিত হয়ে ভোট দিয়েছেন।
এদের মধ্যে সভাপতি পদে মোট ৩জন অংশ গ্রহন করেন।
তাদের মধ্যে ভোট পেয়েছেন চন্দন দেব ১৫২ ,মো, দেলোয়ার হোসেন ৫০, মো, বিল্লাল মিয়া ৯০।
সাধারণ সম্পাদক পদে ২ জন পার্থী হয়েছেন।
তাদের মধ্যে ভোট পেয়েছেন মো,মনিরুল হক মামুন ২১৩ , মো, সাত্তার মৈশান ৮৫ ।
এদের মধ্যে সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন ১৫২ ভোট পেয়ে চন্দন দেব। সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন ২১৩ ভোট পেয়ে মনিরুল হক মামুন।
এ দুই পদে নির্বাচন হয়েছে।
সাংগঠনিক সম্পাদক,
মো বরকত আলী ৷ বিনাপ্রতিদন্ডীতায় নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচন আগামী তিন বছর তারা দায়িত্ব পালন করবেন।
এ নির্বাচনের দায়িত্বে ছিলেন কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সায়েদ হোসেন, মো. ফজলুল হক মৃধা, মো. আজমল হোসেন (চুট্টন), সাবেক ইউপি সদস্য মো. জহিরুল হক, কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মুজিবুর রহমান, মো. জাকির হোসেন, মো. মজনু মৃধা, মো. তৌহিদ মিয়া,আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা, শিক্ষক, সাংবাদিক প্রমূখ্য।