Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

।। নারী শক্তি।।

সৈয়দ শাহ্উদ্দীন মকবুল নারী আজ এক অদম্য শক্তি, শক্ত গাঁথুনীতে শক্তির বাঁধন। নারী এখন আর পুরুষশাসিত নন, নারী এখন দেশের মন্ত্রী প্রধান। নার...


সৈয়দ শাহ্উদ্দীন মকবুল

নারী আজ এক অদম্য শক্তি,
শক্ত গাঁথুনীতে শক্তির বাঁধন।
নারী এখন আর পুরুষশাসিত নন,
নারী এখন দেশের মন্ত্রী প্রধান।

নারী আর নেই তেমন বেকার,
এদেশের নারী এখন সংসদে স্পীকার।
নারী বিল পাস করেন বসে সংসদে,
নারীও হবেন রাষ্ট্রপতি, বসবেন মসনদে।

নারী এখন নেই ঘরকুনো শ্রীমতি,
নারী এখন দেশের শিক্ষামন্ত্রী।
নারী এখন পুরুষের পালায় করেনা মাথানত,
নারীর হিম্মত শক্তি অপূর্ব, তা করেছেন প্রমানিত।

নারীর আজ সাহস অদম্য,
পুরুষের পেশী শক্তির দিন শেষ,
নারীর আজ্ঞা বাহক পুরুষ এখন,
নারীর কাছে নতজানু শেষমেশ।

একসময়ে, নারীকে বলা হতো অবলা,
তাঁর প্রবল ইচ্ছে শক্তির বিচারে।
এখন নারী আর নন অবদমিত,
পুরুষের দেয়া শুধু ভাত-কাপড়ে।