Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

সরাইলে ৪৯টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে  চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর করা ...

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে  চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।


আজ (২২ মার্চ) বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এ উপলক্ষ্যে সরাইল উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর,  ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন ।

এছাড়াও সভায় উপজেলা নির্বাচন অফিসার আশরাফ উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার মনির হোসেন,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার চৌধুরী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. একরাম হোসেন,   উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাজি ইকবাল হোসেন ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সুবিধাভোগীদের মাঝে নতুন ঘরের দলিল পত্র তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি শিউলী আজাদ এমপি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শিউলী আজাদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন তিনি যেন এভাবে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।