Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

।। তিলকে তাল।।

             সৈয়দ শাহ্উদ্দীন মকবুল  কী লভিতে চাও তুমি ! কারে পেছনে ফেলে দাও।  তিলকে তাল করে বন্ধু,  কী আনন্দ তুমি  পাও! নিজের স্বার্থে সুবিধ...

             সৈয়দ শাহ্উদ্দীন মকবুল 


কী লভিতে চাও তুমি !

কারে পেছনে ফেলে দাও। 

তিলকে তাল করে বন্ধু, 

কী আনন্দ তুমি  পাও!


নিজের স্বার্থে সুবিধা নিতে,

কার কাছে ছুটে বেড়াও।

তোমার প্রয়োজনে করতে ব্যবহার,

অন্যকে গিয়ে তুমি পটাও।


দু'দিনের দুনিয়ায় স্বার্থের তরে, 

এতো সুবিধা পেতে কেনো চাও।

স্বার্থ ফুরালে আবার কেনো,

তোমার কাছ থেকে তাকে হটাও।


এদিক ওদিক না লাফিয়ে, 

নিজের পেছনটা তাকাও।

অন্যের ক্ষতি করার আগে,

নিজের চরিত্রটাকে শোধরাও।


ঘটে যাওয়া যেটুকুই ঘটনা,

তারচেয়ে বেশী কেনো রটাও।

পর মানুষকে আপন করে, 

আপনজনকে কেনো তুমি ঠকাও।


অন্যকে তুমি করো না দুঃখী,

সুখী হতে যদি তুমি চাও।

মানুষের মঙ্গল কামনা করে,

মানবতার হাত ধরে তাকে বাঁচাও।


কেনো রে মন তুমি, 

স্বার্থে পরের নৌকা বাও।

পর কখনোই হয় না আপন,

পরিবারকে কাছে টেনে নাও।