Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

সরাইল টিসিবির পণ্য বিতরণ

সরাইল। সরাইল উপজেলা কালিকচ্ছ ইউনিয়নে মিম এন্টারপ্রাইজ এর( টিসিবি) পণ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬জানুয়ারী ) সকাল ১১ টা হতে দুপুর ২ টা পর্...

সরাইল। সরাইল উপজেলা কালিকচ্ছ ইউনিয়নে মিম এন্টারপ্রাইজ এর( টিসিবি) পণ্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬জানুয়ারী ) সকাল ১১ টা হতে দুপুর ২ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ  ইউনিয়ন পরিষদের সামনে ডিলারের মাধ্যমে মোট ১ হাজার কার্ড ধারী পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়।
পণ্যগুলো হল সয়াবিন তৈল-২লিটার,
মসুর ডাল-২ কেজি, চিনি-১ কেজি যার মূল্য ৪২০ টাকা।

পণ্য বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন কালিকচ্ছ ইউনিয়নের চেয়ারম্যান মো.  সায়েদ হোসেন তিনি বলেন, বর্তমান সরকার জন বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব ও মেহনতী মানুষের জন্য ভুর্তুগি দিয়ে অত্যন্ত কম মূল্যে এ পণ্য মানুষের দ্বারে দ্বারে পৌছানোর ব্যবস্থা করছেন।

সে সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ, এলাকার জনপ্রতিনিধি ও সমাজ সেবক।