ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে "বিদ্যুৎ ও পানির অপচয় রোধ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৭ম বিজ্ঞা...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে "বিদ্যুৎ ও পানির অপচয় রোধ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সিরাজুল ইসলাম মিলনায়তনে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। জাতীয় বিজ্ঞান ও জাদুঘরের ত্বত্তাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সরাইল উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করে।উপজেলার ১৫টি স্কুল এই বিজ্ঞান মেলায় অংশ গ্রহণ করে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন প্রমুখ।
পরে উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর সপ্তাহব্যাপী মেলার উদ্বোধন ঘোষণা করেন। এরপর বিভিন্ন স্কুলের স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবনী গুলো ঘুরে দেখেন অতিথিরা।