সরাইল প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়া সরাইলের বিপ্লবী উল্লাস কর দত্তের জন্ম ভিটেটি সংরক্ষণের দাবিতে পদযাত্রা করেছে বিভিন্ন সংগঠন। মঙ্গলবার (৬ ড...
সরাইল প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়া সরাইলের বিপ্লবী উল্লাস কর দত্তের জন্ম ভিটেটি সংরক্ষণের দাবিতে পদযাত্রা করেছে বিভিন্ন সংগঠন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে উল্লাস কর দত্তের বাড়িটি সংরক্ষণের দাবিতে পদযত্রা শুরু করা হয়।
পদযাত্রাটি সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রদক্ষিণ করে উল্লাস কর দত্তের বাড়িটি প্রদক্ষিণ করে কালিকচ্ছ ইউনিয়ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এসময় সরাইল উদীচীর সভাপতি মোজাম্মেল হক পাঠানের সভাপতিত্বে ও সরাইল ইতিহাস পরিষদের যুগ্ম আহবায়ক ও উল্লাস কর দত্ত স্মৃতি পরিষদের আহবায়ক আহমেদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া উদীচী শিল্প গোষ্ঠীর সভাপতি শাহরিয়ার মোহাম্মদ বিপু, উদীচী শিল্প গোষ্ঠীর সহ- সভাপতি ও কবি রোকেয়া রহমান, সসম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক ও সরাইল ইতিহাস পরিষদের যুগ্ম আহবায়ক, এডভোকেট নূরে আলম, কবি ও সাহিত্যিক জয়দুল হোসেন, কবি ও সাহিত্যিক আশেক জুনায়েদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, জেলা উদীচী শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, নোঙর সাধারণ সম্পাদক খালেদা মুন্নি, কমিউনিস্ট নেতা দেব দাস সিংহ রায়, ফজিলাতুন্নেছা প্রমুখ।
বক্তারা বলেন, আমরা বলছি না যারা বাড়িটি দখলে রেখেছে তাদের বিরুদ্ধে। আমরা বলছি সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তাদের তারা যেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখে। আমরা সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তাদের কাছে দাবি যানাচ্ছি বাড়িটি সংরক্ষণের জন্য। বিল্পবী উল্লাস কর দত্তের বাড়িটি সংরক্ষণ করা না গেলে ইতিহাস থেকে মুছে যাবে।