ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক এহসানুল হক রিপনকে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে । তিনি দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার জেলা প্রতিনিধি ও বিজয় টিভির আশ...
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক এহসানুল হক রিপনকে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে । তিনি দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার জেলা প্রতিনিধি ও বিজয় টিভির আশুগঞ্জ প্রতিনিধি। এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী এহসানুল হক রিপন বলেন আমি সদর থানায় লিখিত অভিযোগ করেছি। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় শফিকুল ইসলাম পিতা:হাজী ইদ্রিস মিয়া,অনিক পিতা :শফিকুল ইসলাম গ্রাম;বুধল সহ আরো অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামী করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,৪/১২/২০২২ তারিখে
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কার্যালয়ে বুধল উচ্চ বিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচনে আসামীদের প্রার্থী মোঃছাব্বির সভাপতি বিজয়ী হন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বুধল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান শফিক পরাজিত হন।
সাংবাদিক এহসানুল হক রিপন নির্বাচন বিষয়ে পরাজিত প্রার্থীর ভিডিও সাক্ষাৎকার নেওয়ার পর আসামীরা দলবদ্ধভাবে সাংবাদিককে হামলা করে মারাত্মক জখম করেন এবং ভিকটিম গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
হামলার সময় আসামীরা ভিকটিমের হাতে থাকা একটি ডি এস এল আর ক্যামেরা যার মূল্য ৮৫ হাজার টাকা ও নগদ-৮ হাজার ৩শত টাকা নিয়ে যায় বলে অভিযোগ সূত্রে জানা যায়।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পি বলেন আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, অচিরেই যেন আসামীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন রিপনের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি আমি দ্রুত অপরাধীদের গ্রেফতার দাবী করছি।
সাংবাদিকের হামলার বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম বলেন,আমরা অভিযোগ পেয়েছি যারা হামলার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।