ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বুধল ইউনিয়নের জামিয়া ইসলামিয়া মলীহাতা মাদ্রাসার সাবেক মুহতামিম (অধ্যক্ষ) আল্লামা মোহাম্মদ আলীর তৃতীয় মৃত্যুবার্ষ...
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বুধল ইউনিয়নের জামিয়া ইসলামিয়া মলীহাতা মাদ্রাসার সাবেক মুহতামিম (অধ্যক্ষ) আল্লামা মোহাম্মদ আলীর তৃতীয় মৃত্যুবার্ষিকী ৮ ডিসেম্বর বৃহস্পতিবার।
সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা বয়োজ্যেষ্ঠ এ আলেমে দ্বীন উপজেলায় বড় হুজুর হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১০৩ বছর বয়সে ২০১৯ সালের ৮ ডিসেম্বর বর্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘ দিন (ছয় দশক) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের জামিয়া ইসলামিয়া তাজুল উলুম মালীহাতা মাদ্রাসার মোহতামিমের দায়িত্ব পালন করেছেন।
তাঁর ইচ্ছায় জামিয়া ইসলামিয়া তাজুল উলুম মালীহাতা মাদ্রারা প্রাঙ্গণে তিনি শায়িত আছেন। শান্তির প্রতীক আল্লামা সাঈখ মোহাম্মদ আলী (রহ:) এর জান্নাতের উচু মর্যাদা প্রত্যাশা করে বৃহস্পতিবার রাতে জামিয়া ইসলামিয়া তাজুল উলুম মালীহাতা মাদ্রারা মসজিদ এবং পূর্ব কুট্টাপাড়া জামে সমজিদে মহান আল্লাহ্ তালার কাছে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। তিনি প্রথম আলোর সরাইল প্রতিনিধি বদর উদ্দিনের পিতা।