Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

গ্রামীণ ফোনের ব্যাটারিসহ দুই চোর আটক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোবাইল টাওয়ারের ব্যাটারি সহ দুই চোর আটক। ব্যাটারি চুরি করে ধুরন্তী এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই চোরকে আটক করে স্থ...


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোবাইল টাওয়ারের ব্যাটারি সহ দুই চোর আটক। ব্যাটারি চুরি করে ধুরন্তী এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই চোরকে আটক করে স্থানীয়রা।

শুক্রবার (০৮ জুলাই) বিকেলে সরাইল মিনি কক্সবাজার খ্যাত ধুরন্তী হাওর দিয়ে নৌকা যুগে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুই চোরকে আটক করে। আটককৃতরা হলো টাঙ্গাইল গোপালপুর কুড়িআটা গ্রামের আব্দুল মতিন'র ছেলে মোঃ সোহেল (৩৫), টাঙ্গাইল ধনবাড়ি পাচপোটল গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আব্দুল সালাম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শাহজাদাপুর এলাকার মুঠোফোন কোম্পানি গ্রামীণ ফোনের টাওয়ার থেকে ব্যাটারি চুরি করে নৌকা যুগে ধুরন্তী এলাকায় আসেন। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ব্যাটারি সহ চোরদের আটক করে পুলিশে খবর দেয়।
সোহেল ও আব্দুস সালাম দুইজনেই গ্রামীণ ফোনে সরাইল এলাকায় চাকরি করে গেছেন। তারা বর্তমানে হবিগঞ্জ জেলায় কর্মরত আছেন। সোহেল  আব্দুস সালাম কে সঙ্গে নিয়ে শাহাজাদাপুর আসে।

পরে গ্রামীণ ফোনের ব্রাহ্মণবাড়িয়া জোনাল কর্মকর্তা প্রভানসু এসে তাদের টাওয়ারের ব্যাটারি চুরির বিষয়টি নিশ্চিত হয়। যার বাজার মূল্য প্রায় নয় লক্ষ টাকা।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।