Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

মারকাজুত তাজভীদ ইন্টাঃ মাদরাসার ছাত্র চ্যাম্পিয়ন

  সরাইল প্রতিনিধি। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড নামক স্থানে প্রতিষ্ঠিত" মারকাজুত তাজভীদ ইন্টাঃ মাদরাসার হাফে...

 


সরাইল প্রতিনিধি। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড নামক স্থানে প্রতিষ্ঠিত" মারকাজুত তাজভীদ ইন্টাঃ মাদরাসার হাফেজ ছাত্রদের শ্রেষ্ঠত্ব অর্জনের ধারা অব্যাহত রয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অন্যান্যবারের মত এবারও উক্ত মাদ্রাসার    দুই জন হাফেজ ছাত্র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

"আননুর জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২২ইং"- এ অংশগ্রহনকারী ৪ শতাধিক শিক্ষার্থীকে পিছনে ফেলে উক্ত মাদ্রাসার দুইজন ছাত্র  ১ম ও ২য় স্থান লাভ করেছেন।

এ ব্যপারে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ জসিম উদ্দিন বলেন, সকল প্রতিকূলতাকে অতিক্রম করে অত্র মাদ্রাসার সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। এই জন্য তিনি মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে মাদ্রাসার উত্তোরত্তর সাফল্যের জন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।