Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

সরাইল অবৈধ ইটভাটায় অভিযান, ১১লক্ষ টাকা জরিমানা

ব্র্র্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের ভ্রাম্যমান আ...

ব্র্র্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের ভ্রাম্যমান আদালত অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অভিযোগে দুই ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা করেছে। 

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গত বুধবার বিকালে উপজেলার বিভিন্ন ইটভাটায় এ জরিমানা করেন। 

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০), ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৮ অনুযায়ী অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অপরাধে সরাইল উপজেলার  শাহবাজপুর ইউনিয়নে মেসার্স দয়াল ব্রিকসকে ৬ লাখ টাকা, মেসার্স মক্কা মদিনা ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। 

ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন অধিদপ্তরের মনিটরিং এ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের লিডার রিয়াজ মোহাম্মদ ও সরাইল থানা পুলিশ পরিদর্শক মোঃ বাবুল হেসেন । পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের দায়িতপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, নিয়মনীতির তোয়াক্কা না করে জনবসতি ও কৃষি জমির পাশে খোলা জায়গায় ইটের ভাটার ফলে মারাত্মক ক্ষতি করছে পরিবেশের। এছাড়া এসব ভাটার মাটি ফসলি জমি থেকে সংগ্রহ করার কারণে আবাদী জমির উর্বরতা নষ্ট হচ্ছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০), পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ (সংশোধিত ২০০৭) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে প্রত্যেক জেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা প্রদান করা হবে। অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্টের এ অভিযান অব্যাহত থাকবে।