মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে...
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা থেকে ৬টি নৌকা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
নোয়াগাঁও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মনসুর আহাম্মদ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, যুবদলের আহবায়ক আবু সুফিয়ান, উপজেলা কৃষক দলের আহবায়ক, মশিউর রহমান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন বিপ্লব, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় প্রথমে তিন রাউন্ড থেকে বিজয়ী তিন নৌকার মধ্যে পুনরায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় নির্বাচন করা হয়।
প্রথম হয়েছে সরাইলের ক্ষমতাপুর, দ্বিতীয় হয়েছে একই উপজেলার মালেক মিয়ার দল বুড্ডা ও বিজয়নগর উপজেলার একতারপুর তৃতীয় স্থান অধিকার করেন।
পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।