সরাইল : সরাইল প্রেসক্লাবে এক শোকসভা ও দোয়ার আয়োজন করা হয়। আজ সোমবার (১৮ আগষ্ট ) বিকাল ৫টায় প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ মো , কামর...
সরাইল : সরাইল প্রেসক্লাবে এক শোকসভা ও দোয়ার আয়োজন করা হয়।
আজ সোমবার (১৮ আগষ্ট) বিকাল ৫টায় প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ মো,কামরুজ্জান ইউসুফ এর ছোট ভাই সৈয়দ বদিরুজ্জামান ইয়াকুব এর মৃত্যুতে শোকসভার আয়োজনসহ সরাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান ও দপ্তর সম্পাদক মো, মুরাদ খান এর রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির এর সঞ্চালনায় অনুষ্ঠিত শোক ও দোয়া অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন, সহসভাপতি শামসুল আরেফিন, সহসভাপতি সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, সাংঘটনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম রিপন, দফতর মো,মুরাদ, সাংবাদিক মো,শরীফ উদ্দিন, মাওলানা আবু আক্কাস হায়দার.মোস্তাফিজুর রহমান সহ আরও অনেকে।
দোয়া পরিচালনা করেন সরাইল শাহী জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা মশিউর রহমান।
শোক ও দোয়া অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় ও সরাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান ও দপ্তর সম্পাদক মো, মুরাদ খান এর রোগমুক্তি ও সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিন এর নিকট বিশেষ দোয়া করা হয়।
