Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

সরাইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি-প্রধান অতিথি - এড. নুরুজ্জামান লস্কর তপু

  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী মনোমুগ্ধকর লাঠি খেলা। লাঠি খেলার আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবের আম...

 


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী মনোমুগ্ধকর লাঠি খেলা। লাঠি খেলার আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবের আমেজ।

শুক্রবার ১১ জুলাই  বিকেলে সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা পশ্চিমপাড়া এলাকায়  অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই প্রাচীন খেলা।এ খেলায় অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের  লাঠিয়াল বাহিনী।

ঢাক, ঢোল আর কাঁসার ঘন্টার শব্দে চারপাশে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাদ্যের তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা। তারপরই চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা।এসব দৃশ্য দেখে আগত দর্শকরাও করতালির মাধ্যমে উৎসাহ যোগায় খেলোয়াড়দের।

কালক্রমে হারিয়ে যাওয়া লাঠি খেলা দেখতে ভিড় জমায় নানা বয়সের নারী-পুরুষ। গ্রামীন এ ঐতিহ্যবাহী লাঠি খেলাকে টিকিয়ে রাখতে দরকার প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এমনটাই মনে করেন দর্শনার্থীরা। 

অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জেলা আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু,  এতে সভাপতিত্ব করেন স্থানীয় শালিসকারক নুরুল হক,  

এতে বিশিষ্ট অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক দুলাল মাহমুদ আলী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মিজান মিয়া, সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজল মেম্বার,  উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাস্টার, উপজেলা জাসাসের  আহ্বায়ক রিপন ঠাকুর, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মীর ওয়ালীদ সাক্ষাত ও  স্থানীয় শালিসকারক মিজান মিয়া, সিদ্দিক আলী প্রমুখ। 

পরে খেলায় অংশগ্রহণকারী লাঠিয়ালদের  মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি এড. নুরুজ্জামান লস্কর তপু।