Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা

  মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন-রেজি:নং-মৌল.০৩১ এর  আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১ মে...

 

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন-রেজি:নং-মৌল.০৩১ এর  আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১ মে বৃহস্পতিবার বেলা ১১টায় সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন এবং সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। বক্তারা আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের ইতিহাস, তাৎপর্য ও সাংবাদিকদের শ্রমজীবী হিসেবে ন্যায্য অধিকার নিয়ে আলোচনা করেন।

বক্তব্য রাখতে গিয়ে জাবেদ রহিম বিজন বলেন, “সাংবাদিকরা সমাজের বিবেক। তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। তাই তাদেরও শ্রমিক শ্রেণির অংশ হিসেবে ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি।”

মো. বাহারুল ইসলাম মোল্লা বলেন, “মে দিবস কেবল কারখানা শ্রমিকদের জন্য নয়, সাংবাদিকসহ সব পেশাজীবীদের অধিকার আদায়ের দিন। আমাদের একসঙ্গে কাজ করতে হবে যেন পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হয়।”

সভায় আরও বক্তব্য রাখেন ইউনিয়নের সদস্য মজিবুর রহমান, শাহজাহান সাজু, মাহবুব খান বাবুল, জহির রায়হান এবং সামিউল আহমেদ।

তারা বলেন, সাংবাদিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি, নিয়মিত বেতন-ভাতা প্রদান, পেশাগত ঝুঁকির নিরাপত্তা এবং কর্মস্থলে ন্যায়সংগত পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত প্রয়োজন।

আলোচনা শেষে সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।