এবার ঢাকা বই মেলায় উন্মোচন করা হয়েছে মানচিত্র প্রকাশনীর ৩২৭ নং স্টলে পাওয়া যাচ্ছে। বইটির লেখক ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান জিল্লুর রহমান। ...
এবার ঢাকা বই মেলায় উন্মোচন করা হয়েছে মানচিত্র প্রকাশনীর ৩২৭ নং স্টলে পাওয়া যাচ্ছে।
বইটির লেখক ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান জিল্লুর রহমান।তার বাড়ি জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ গ্রামে। তার পিতার নাম ছিলেন মরহুম আব্দুল কাদির।
এটি তার জীবনের প্রথম কাব্যগ্রন্থ।
তার কাব্যাগ্রন্থ "সপ্ত রঙের ফানুস " বাংলাদেশ আওয়ামীলীগ কালিকচ্ছ ইউনিয়ন শাখার সভাপতি ও সদস্যদের হাতে আজ তুলে দেন।
তিনি সকলের কাছে দোয়া চায় তার লেখা প্রকাশনা যেন অব্যাহত থাকে।