ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা'র নোয়াগাঁও মধ্যপাড়া মৈশান বাড়ির মোঃ ফরজ আলী'র ছেলে মোঃ মোহন মিয়ার হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন...
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা'র নোয়াগাঁও মধ্যপাড়া মৈশান বাড়ির মোঃ ফরজ আলী'র ছেলে মোঃ মোহন মিয়ার হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন।
শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় তার বেশি শ্বাসকষ্ট দেখা দিলে পরিবারের লোকজন তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোষণা করেন।
মৃত্যুকালে মোহন মিয়া'র বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী তিন মেয়ে এক ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
নিহত মোহন মিয়া আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। আগামীকাল রোববার ছিল মনোনয়ন পত্র বাছাইয়ের দিন।
এর আগে ২০০৬ সালেও তিনি নির্বাচন করার জন্য মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। পরে নির্বাচন থেকে তিনি সরে যান।