সরাইল প্রতিনিধি || ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৪০ বছর বয়সী নাম না জানা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ আগস্ট) সকাল সাড়ে...
সরাইল প্রতিনিধি ||
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৪০ বছর বয়সী নাম না জানা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসলাম হোসেন বলেন, ধারণা করা হচ্ছে অন্যকোন এলাকায় হত্যার পর লাশটি বৈশামুড়া এলাকায় ফেলে গেছে দুর্বৃত্তরা।
তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।