সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বড় দেওয়ান পাড়া তাদের বাড়িতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে সরাইল থানা পুলিশ।...
সরাইল প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বড় দেওয়ান পাড়া তাদের বাড়িতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে সরাইল থানা পুলিশ।
সরাইল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১মার্চ ) রাত গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেনের নেতৃত্বে সরাইল থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও সংগীয় ফোর্স নিয়ে অভিজান করেন।
এসময় মাদক ব্যবসায়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ফ্ল্যাট বাসা থেকে আনোয়ার উদ্দিন ঠাকুর(৪০) ও শফিকুল ইসলাম শিপন (৪৫) কে ২ লিটার চোলাই মদ ও ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে পুলিশ।
পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
এই বিষয়ে সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন,
আমি নিজে উপস্থিত থেকে অভিযান পরিচালনা করি।
মাদকের বিরুদ্ধে আমার কোন আপোষ নেই। আমি সরাইলে মাঠিতে থাকলে মাদক থাকবেনা আমাদের এই অভিজান চলমান থাকবে।