জহির সিকদারঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আশুগঞ্জে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। "শেখ হাসিনার বারতা,নারী-পুরুষ সমতা...
জহির সিকদারঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আশুগঞ্জে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
"শেখ হাসিনার বারতা,নারী-পুরুষ সমতা" এ শ্লোগানকে সামনে রেখে বুধবার সন্ধ্যায় উপজেলা মাঠ প্রাঙ্গণে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষতায়ন প্রকল্প (২য় পর্যায়) ও 'তথ্য আপা" আশুগঞ্জ উপজেলার আয়োজনে অনুষ্ঠিত উক্ত বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্বা শেখ জসিমউদদীন আহমেদ,বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক গোলাপ ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন,বীরমুক্তিযোদ্বা জাহাঙ্গীর খন্দকার, উপজেলা সহকারী কমিশনার ভূমি আশরাফুল হক, বীর মুক্তিযোদ্ধা আঃ করিম। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও উপজেলার অন্যান্য বীরমুক্তিযোদ্বাদ্বয় উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন আশুগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত তথ্য সেবা কর্মকর্তা মাছুমা খাতুন ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশুগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি।
অনুষ্ঠানে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের ৫০ জন প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন ।