Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

সরাইল মহিলা কলেজে আবৃত্তি, আলোচনা সভা

সরাইল প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষ্যে সরাইল মহিলা কলেজ পালন করে...


সরাইল প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষ্যে সরাইল মহিলা কলেজ পালন করেছে নানা কর্মসূচি। সকাল ১০ টায় উপজেলা চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্ফস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। 

পরে কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের অংশ গ্রহনে দলীয় জাতীয় সংগীতের মাধ্যমে  অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর উপর লেখা কবিতা আবৃত্তি, একক সংগীত ও বক্তব্য। অংশ গ্রহন করে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জেবুন্নেসা মঞ্জিলা ও অদিতি দত্ত চন্দ্রিমা। প্রথম বর্ষের শিক্ষার্থী অর্পণা খানম সাথী, সাহিদা আক্তার, নুসরাত পাঠান, তামান্না আক্তার তিন্নি। 

সবশেষে অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতনি ও আব্দুল হামিদ খান ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার শামসুন্নাহার সাথী। 

বক্তব্য রাখেন- সরাইল মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মো. মাহফুজ আলী, প্রতিষ্ঠাতা সদস্য ও সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য ফয়সাল আহমেদ মৃধা দুলাল, প্রভাষক মো. শফিকুল ইসলাম ও প্রভাষক নাঈমা আক্তার। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রভাষক মোহাম্মদ মাহবুব খান।