সরাইল প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বার্ষিক প্রকল্প প্রণয়নে উন্মুক্ত মঙ্গলবার বিকালে সদর ইউনিয়নের উছালি...
সরাইল প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বার্ষিক প্রকল্প প্রণয়নে উন্মুক্ত
মঙ্গলবার বিকালে সদর ইউনিয়নের উছালিয়াপাড়া সূর্যমূখী কিন্ডার গার্টেনে ইউনিয়ন পরিষদের আয়োজনে এ উন্মুক্ত ওয়ার্ডসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আরিছ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার।
এসময় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য শামীমা আক্তার, ইউনিয়ন পরিষদ সচিব জয়েল ঠাকুর, যুবলীগ নেতা সানাউল্লাহ সেলু প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদ সচিব জুয়েল ঠাকুর জানান, তাঁরা প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উন্মুক্ত সভা করছেন। ধারাবাহিকভাবে ইউনিয়নের সবগুলো ওয়ার্ডে উন্মুক্ত সভা করে আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষে পঞ্চবার্ষিক ও বার্ষিক প্রকল্প প্রণয়ন করা হবে।