সরাইল প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সরাইল নাসির নগর আঞ্চলিক সড়কের পূ...
সরাইল প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সরাইল নাসির নগর আঞ্চলিক সড়কের পূর্ব পাশে উত্তর কুট্রাপাড়া কবরস্থানের বটগাছের ডালে এক অজ্ঞাত ব্যাক্তির মরদেহ ঝুলতে দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একজন তার ফসলি জমি দেখাশোনা করতে বের হয়ে কবরস্থানের বটগাছের ডালে মরদেহ ঝুলে থাকতে দেখে। পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশ কে বিষয়টি অবগত করেন। এরপর সরাইল থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহটির নাম পরিচয় জানা যায় নি।
সরাইল থানা পুলিশের উপ পরিদর্শক রফিক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। মরদেহটির নাম পরিচয় এখনো জানা সম্ভব হয়নি, তবে মরদেহটির পাশে একটি ব্যাগ পাওয়া গেছে ব্যাগে একটি জন্ম নবন্ধন পাওয়া গেছে। জন্ম নিবন্ধন টি অন্য একজনের সাথে একটি মুঠোফোন নম্বর দেয়া ছিল ওই নম্বরে ফোন দিলে ওই ব্যাক্তি নবীনগর উপজেলার কথা বলে। সে ঘটনাস্থলে আসলে বিস্তারিত জানা যাবে।